সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা ও সাপাহার উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদীর বাম তীরের বন্যানিয়ন্ত্রন বাঁধে দৃষ্টিনন্দন আম্রকানন তৈরি করা হচ্ছে। বাঁধটিতে প্রায় ১০ হাজার আমগাছের চারা রোপন করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতর্বষ উদযাপন উপলক্ষে পাউবো বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করছে। পোরশার দুয়ারপাল পয়েন্ট থেকে সাপাহারের হাঁপানিয়া রেগুলেটর হয়ে কলমুডাঙ্গা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় এসব চারা রোপন করা হচ্ছে।
গত ২৩ আগস্ট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জেলা কার্যালয়ের প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বাঁধটিতে আমের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় সেখানে পাউবোর জেলা তত্ত্বাবোধায়ক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান খান, উপবিভাগীয় প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, প্রবীর কুমার পাল ও মো. ওসমান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
পাউবো সূত্র জানায়, পুনর্ভবা নদীর বন্যানিয়ন্ত্রন বাঁধের দুই পাশের ঢালুতে তিন সারি করে বারী-৪ ও আম্রপালী আম, আতা, লেবু ও মেহগনিসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের ১০ হাজার দুই শ চারা রোপন করা হবে। এর মধ্যে ১০ হাজার আমগাছের চারা। ইতোমধ্যে কর্মসুচীর প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে অল্প কয়েক দিনের মধ্যে শতভাগ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
জানতে চাইলে পাউবোর জেলা তত্ত্বাবোধায়ক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, বাঁধে রোপন করা ফলদ ও বনজ গাছগুলো রক্ষণাবেক্ষন করা হলে অদূর ভবিষ্যতে এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন হবে। পাশাপাশি এটি দৃষ্টিনন্দন এলাকা হিসেবে পরিচিত হবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel