
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের ৯৮ নং দেওয়ালের টেক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে দেওয়ালের টেক সরকারী প্রাথমিক বিদ্যালয় অফিস কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
দেওয়ালের টেক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নব নির্বাচিত সভাপতি আব্দুর রহমান আরমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক স্বপ্না রাণী দাসের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, মহিলা কাউন্সিলর আমিরুন্নেসা, দেওয়ালের টেক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদ্য সাবেক সভাপতি মো. শাহজাহান আলী প্রমুখ।
এদিকে নব গঠিত দেওয়ালের টেক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্য একে একে নিজের পরিচিতি দেন। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের নব নির্বাচিত সভাপতি আব্দুর রহমান আরমানকে সভাপতি হিসেবে পেয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গ্রামবাসী ও পরিচালনা কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সকলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

নব নির্বাচিত সভাপতি আব্দুর রহমান আরমান বলেন, দেওয়ালের টেক সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়নে তিনি স্থানীয়দের সহযোগীতায় কামনা করেন। বিদ্যালয়ের সকল সমস্যা দ্রুত সমাধানেও তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গ্রামবাসী ও পরিচালনা কমিটিকে নিয়ে একযোগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।
Advertisement
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.