দেখতে লিলি ফুলের মতো, আবার কাছে যেতেই সাঁতরে দূরে চলে যায়!

The Sea Lily

সাগরের বুকে যেনো চলন্ত এক ফুল। অ্যান্টর্কটিকায় দেখা মিললো নতুন প্রজাতির এক প্রাণীর। দেখতে অবিকল লিলি ফুলের মতো। তাই, নাম দেয়া হয়েছে ‘সী লিলি’। চিলির এক দল গবেষক সন্ধান পেয়েছেন সাদা রঙের বিরল এই সামুদ্রিক প্রাণীর। অদ্ভুত ‘সী লিলির ভিডিও এরইমধ্যে ভাইরাল।

The Sea Lily

প্রথম দেখায় এটিকে আপনার লিলি ফুল মনে হতে পারে। তবে গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, এটি কোন লিলিফুল নয়। বরং এটি সামুদ্রিক প্রাণী এবং নড়াচড়া করতে পারে। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে।

এ প্রাণীটিকে একাইনোডার্মাটা পর্বে রাখা হয়েছে। এদের শরীরে অসংখ্য বাহু রয়েছে এবং তার সাহায্য নিয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে সি-লিলি। চিলির একদল বিজ্ঞানী এন্টারটিকা সাগরের মধ্যে একটি দ্বীপে এটিকে আবিষ্কার করেন।

গবেষকরা বলেন যে, এর আগেও কিছু সামুদ্রিক লিলি দেখা গেলেও এ প্রজাতিটির সন্ধান মিলল এবারই প্রথম। সামুদ্রিক লিলি শরীরের বাহুগুলোর মাধ্যমে চলাচল করে। এরা সাগরে ভাসমান জলজ প্রাণী খেতে পারে। বাহুগুলো নড়াচড়া ও খাদ্য গ্রহণ উভয় কাজে ব্যবহৃত হয়।

চলতি বছরের জানুয়ারিতে চিলির একদল বিজ্ঞানী গবেষণার অংশ হিসেবে যান এন্টারটিকা অঞ্চলে। তারা সবাই এন্টারটিকা ইনস্টিটিউট এর সদস্য। সেখানে একটি দ্বীপে তাদের নজরে আসে এ ধরনের বিরল প্রাণীর। গবেষকদের ধারণ করা সামুদ্রিক ভিডিও ফুটেজ এর মধ্যে ভাইরাল হয়ে গেছে। প্রজাতিটি দুর্লভভুক্ত করা হয়েছে।