বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বছরের দ্বিতীয় প্রন্তিকে তিনশো ৭০ কোটি ডলারের পরিচালন লোকসান গুণেছে মেটার রিয়ালিটি ল্যাব। কোম্পানিটি অন্যান্য ব্যবসায় ব্যয় সংকোচন করে বিশাল অংকের বিনিয়োগ ঢালছে মেটাভার্স তৈরির পরিল্পনায়। আর এই মেটাভার্সকে বাস্তবে রূপ দিতে ভার্চুয়াল রিয়ালিটি এবং অগমেন্টেড রিয়ালিটি তৈরিতে কাজ করছে রিয়ালিটি ল্যাব।
এ বছরের প্রথম প্রান্তিকে হওয়া আয় ৩৩ কোটি ৯০ লাখ ডলার থেকে কমে দ্বিতীয় প্রান্তিকে দাঁড়িয়েছে ২৭ কোটি ৬০ লাখ ডলার। স্ট্রিটঅ্যাকাউন্টের বিশ্লেষকদের একটি প্রতিবেদন রেকর্ড ৪২ কোটি ডলারের আয় এবং সাড়ে তিনশো কোটি ডলারের পরিচালন লোকসানের পূর্বাভাস দিয়েছে।
বিজ্ঞাপন আয় ১১ শতাংশ বাড়ার সঙ্গে সঙ্গে তৃতীয় প্রান্তিকে আয় বৃদ্ধিরও পূর্বাভাস দেওয়ার পরপরই মেটার শেয়ারমূল্য বেড়েছে পাঁচ শতাংশ। এই হিসাবে ইঙ্গিত মেলে মেটা আদতে একটি বিজ্ঞাপন কোম্পানি যার বিশাল ব্যায়ের খাত রয়েছে।
গত বছর মেটার রিয়ালিটি ল্যাব অংশের মোট লোকসান ছিলো এক হাজার ৩৭০ কোটি ডলার অন্যদিকে মোট আয় ছিলো দুইশো ১৬ কোটি ডলার যার বেশিরভাগই এসেছে কোম্পানিটির কোয়েস্ট ব্র্যান্ডের ভিআর হেডসেট বিক্রির মাধ্যমে।
এ বছরের প্রথম প্রান্তিকে তিনশো ৯৯ কোটি ডলার লোকসান মিলিয়ে গত বছররের শুরু থেকে এখন পর্যন্ত রিয়ালিটি ল্যাবের মোট লোকসান গুণতে হয়েছে দুই হাজার একশো ৩০ কোটি ডলার।
“চলমান অগমেন্টেড রিয়ালিটি/ ভার্চুয়াল রিয়ালিটি পণ্যের বিকাশ এবং ভবিষ্যতে কোম্পানিটির পরিসর বৃদ্ধির জন্য করা বিনিয়োগের কারণে বছর ভিত্তিক পরিচলন লোকসান বাড়ার বিষয়টি হিসাবের মধ্যেই ছিল বলে আয়-ব্যয় বিবরণীতে লিখেছে মেটা।
গত জুনে মেটা তাদের কোয়েস্ট হেডসেটের জন্য মাসিক সাত দশমিক নয় নয় ডলার সাবস্ক্রিপশন ফি চালু করে এবং এটি কোয়েস্ট ২, কোয়েস্ট প্রো এবং আসন্ন কোয়েস্ট ৩ এর জন্যও প্রযোজ্য হবে বলে ঘোষণা দেয়। এই ফিয়ের মাধ্যমে গ্রাহকরা প্রতিমাসে নিত্যনতুন ভিআর গেইম খেলতে পারবেন।
গত জুন মাসে তিন হাজার চারশো ৯৯ ডলার মূল্যের ভিশনপ্রো নামের তাদের অগমেন্টেড রিয়ালিটি হেডসেটের ঘোষণা দেয় অ্যাপল, যা ২০২৪ সালে বাজারে আসার কথা রয়েছে।
ঠিক এর আগের দিন মেটার কোয়েস্ট ৩ হেডফোনের ঘোষণা আসে, যার মুল্য ধরা হয়েছে চারশো ৯৯ ডলার। যা কোয়েস্ট ২ এর থেকে শতকরা ৪০ ভাগ পাতলা এবং সেটার মধ্যে আগামী প্রজন্মের কোয়ালকম চিপসেট ব্যবহৃত হবে বলে ঘোষণা দেয় কোম্পানিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।