দেড় লক্ষ টাকার Samsung S23 Ultra-তে 200MP ক্যামেরা, বুলেট প্রসেসরসহ যত চমক
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনের দুনিয়ায় নতুন বছরটা গোড়া থেকেই ছিল সুপার-ডুপার হিট। শুরু থেকেই একের পর এক ফিচারপ্যাকড ফোন বাজারে এনেছে একাধিক ফোন প্রস্তুতকারক সংস্থা। পিছিয়ে নেই স্যামসাংও। ইতিমধ্যে S23 সিরিজ নিয়ে বাজারে ঝড় তুলেছে কোরিয়ান এই মোবাইল সংস্থা। অ্যাপলের পরে হাইফাই মোবাইল তৈরিতে দীর্ঘদিন ধরেই প্রথম সারি ধরে রেখেছে স্যামসাং। আর স্ল্যাব-স্টাইল স্মার্টফোন হিসেবে 2023 সালে আত্মপ্রকাশ করেছে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের ফোন S23 আলট্রা। স্ল্যাব-স্টাইল ফোন হিসেবে আগেই নজির গড়েছে ঠিক এর আগের মডেল অর্থাৎ স্যামসাং S22। তবে সেই মডেলটিকেও ছাপিয়ে গিয়েছে স্যামসাং গ্যালাক্সি সিরিজের নয়া এই মডেলটি। আরও ফাস্ট প্রসেসর, আরও বেশি স্টোরেজের পাশাপাশি দুর্ধর্ষ ক্যমেরা। তবে দামের আন্দাজে সেই মতো পারফর্মেন্স দিতে পারল কি স্যামসাংয়ের এই স্ল্যাব-স্টাইল স্মার্টফোন। ক্যামেরা থেকে সফটওয়্যার, কোন দিক থেকে এগিয়ে স্যামসাং S23 আলট্রা? আসুন, দেখে নেওয়া যাক একনজরে।
স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রা : লুক ও ডিসপ্লে
দর্শনের দিক থেকে S22 মডেলটির থেকে খুব বেশি পার্থক্য নেই স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা S23 মডেলটির। গ্যালাক্সি S সিরিজের ফোন যেমন আয়ত আকারের হয়, ব্যতিক্রম নয় এই মডেলটিও। এই মডেলটিতে মিলছে এস-পেনও। তবে এই মডেলটিতে স্ক্রিন কার্ভিং কিছুটা হলেও কমিয়েছে স্যামসাং। এই মডেলটিতে গরিলা গ্লাস ভিকটাস প্লাস ব্যবহার করেছে সংস্থাটি। মোট তিনটি রঙের অপশনে আসছে ফোনটি। গ্রিন, ফ্যান্টম ব্ল্যাক এবং ক্রিম- এই তিনটি রঙের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারেন গ্রাহক। তবে স্যামসাংয়ের নিজস্ব সাইটে পাওয়া যাচ্ছে মডেলটির স্পেশাল এডিশন। যেখানে মিলবে রঙের আরও বেশ কয়েকটি ভেরিয়েশন। গ্রাফাইট, স্কাই ব্লু, লাইম ও রেড-এর মধ্য থেকে পছন্দসই রং বেছে নেওয়া যাবে। S23 মডেলে থাকছে 6.8 ইঞ্চির 120 হার্টজ ডায়নমিক 2x এএমওএলইডি ডিসপ্লে। 1440p/QHD+ রেজোলিউশন ও 1750 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে মডেলটিতে।
স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রা : প্রসেসর ও স্টোরেজ
স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেট ব্যবহার করা হয়েছে ফোনটিতে, যা বেশ ফাস্ট। তার সঙ্গে জুটি বেঁধেছে ইউএফএস 4.0 স্টোরেজ, যার ফলে দুর্ধর্ষ পারফর্মেন্স দেবে S23 আল্ট্রা মডেল। তিনটি স্টোরেজ ভেরিয়েশনের সঙ্গে আসছে মডেলটি। 12GB+256GB, 12GB+512GB এবং 12GB+1TB এই তিন রকম স্টোরেজ ভ্যারিয়েন্ট এনেছে স্যামসাং। প্রয়োজন ও চাহিদার উপর নির্ভর করে যে কোনও একটি ভেরিয়েন্ট বেছে নিতে পারবেন গ্রাহক। আপাতত ইউআই 5.1-এর উপরে অ্যান্ড্রয়েড 13 কাজ করলেও অন্তত চারটি অপারেটিং সিস্টেম আপডেটের জন্য ইলিজিবল ফোনটি।
স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রা : ক্যামেরা
স্যামসাং বরাবরই জবরদস্ত ক্যামেরার জন্য বিখ্যাত। আর সেই জায়গা থেকে এই মডেলেও নড়েনি সংস্থাটি। স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রাতে রয়েছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, যার সঙ্গে রয়েছে 10 মেগাপিক্সেস জুম ক্যামেরা, একটি 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনে ব্যবহার করল সামসাং। বাদবাকি মডেলের মতোই সেরা পোর্ট্রেট মোড এই মডেলটিতেও নিয়ে এসছে কোরিয়ান এই মোবাইল সংস্থাটি। ভিডিয়ো কোয়ালিটিও যথেষ্ট ভালো ফোনটির। 8K/30p ভিডিয়ো রেকর্ডিং সম্ভব স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রা-তে।
স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রা : ব্যাটারি
স্ট্যান্ডার্ড 5000mAh ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে মডেলটিতে। যা আপনাকে দেবে 8.5 ঘণ্টার স্ক্রিনটাইম। একবার ফুল চার্জ করতে অন্তত 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে বলেই দাবি করা হয়েছে সংস্থার তরফে। যার সঙ্গে এই ফ্ল্যাগশিপ ফোনটি সাপোর্ট করবে 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং। তবে এই মডেলটির সঙ্গে বিনামূল্যে মোটাও চার্জারটি পাচ্ছেন না গ্রাহকেরা। তার জন্য আলাদা করে টাকা খসাতে হবে তাঁদের।
স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রা : দাম
ফ্ল্যাগশিপ ফোন, তাও আবার স্যামসাংয়ের মতো সংস্থা, দাম যে চড়ার দিকে হবে, তা আর নতুন কী! স্যামসাংয়ের এই S23 মডেলটির দামও প্রত্যাশামাফিক বেশ উপরের দিকেই। এর আগের ফ্ল্যাগশিপ মডেল অর্থাৎ S22 মডেলটির দাম শুরু হচ্ছিল 1,08,999 টাকা থেকে। এই মডেলটির দাম একধাক্কায় চড়েছে আরও অনেকটা। S23 মডেলের দাম শুরু হচ্ছে 1,24,999 টাকা থেকে। স্টোরেজের উপর নির্ভর করে আরও বাড়বে দাম। বেস ভেরিয়েশনটির দাম ভারতীয় মুদ্রায় 1,24,999 টাকা। 512GB ইন্টারনাল স্টোরেজযুক্ত মডেলটির জন্য গ্রাহককে দিতে ভারতীয় মুদ্রায় 1,34,999 টাকা এবং 1TB স্টোরেজের ফোনটির দাম ভারতীয় মুদ্রায় 1,54,999 টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।