জুমবাংলা ডেস্ক: কুমিল্লা জেলার দেবীদ্বার পৌর মার্কেট এলাকার ১৩০ জন ক্ষুদ্র ভাসমান ব্যবসায়ী এবং দোকানের কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বাসসকে বলেন, উপজেলার পৌর মার্কেট এলাকার ক্ষুদ্র ভাসমান ব্যবসায়ী এবং দোকানের কর্মচারীরা লকডাউনের কারণে দোকান বন্ধ থাকায় বিপাকে পড়া ১৩০ জনের মাঝে প্রধানমন্ত্রী খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হিরন মোল্লা, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রমর দাশ রমু, মোঃ হুমায়ন কবীর, পৌর যুবলীগ নেতা তারিকুল ইসলাম কাজী সুমন, প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।