দেবের সঙ্গে প্রেম করে মায়ের হাতে চড় খেয়েছিলেন এই অভিনেত্রী

দেবের

টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ক্যারিয়ারে বেশি কিছু হিট ছবি উপহার দিয়ে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। তার অধিকাংশ ছবিতে অভিনেত্রীর বিপরীতে দেখা গেছে টালিউড নায়ক দেবকে। এতে দেব-রুক্মিণীর রসায়ন নিয়েও ছিল বহু জল্পনা। গুঞ্জন ওঠে, বিয়ে সেরে ফেলেছেন এই টালি জুটি; এমনকি তাদের ঘরে নাকি সন্তানও রয়েছে।

দেবের

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুক্মিণী জানান, সময় হলেই বিয়ে সেরে নেবেন অভিনেত্রী। যদিও সাক্ষাৎকারে ওই বক্তব্যে হবু স্বামীর নাম মুখে নেননি রুক্মিণী। কিন্তু এটি অন্তত স্পষ্ট দেব-রুক্মিণীর সম্পর্কটা বেশ গভীর।

দেব-রুক্মিণীর প্রেমের সম্পর্ক যখন ফাঁস হয়, তখন বেশ বিপাকেই পড়েছিলেন রুক্মিণী। অভিনেত্রীর বাড়িতে ঘটেছিল হুলুস্থূল ঘটনা। প্রেমের কথা জানতেই রেগে যান রুক্মিণীর মা। ফলাফল, মায়ের হাতে চড় খেয়েছিলেন অভিনেত্রী!

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য ফাঁস করেছেন রুক্মিণী নিজেই। এ সময় অভিনেত্রী জানান, খবরের কাগজের প্রথম পাতায় বেরিয়ে যায় তাদের সম্পর্কের খবর। আর সে থেকেই রুক্মিণীর মা জানতে পারেন তার মেয়ে প্রেমে পড়েছেন।

অভিনেত্রীর কথায়, ‘সেদিন মা খুব হতাশ হয়েছিল। আমার মনে আছে, সেদিন মা পুরো পরিবারের সামনে আমাকে থাপ্পড় মেরেছিল। যেটা আমার মা কোনওদিনও করেনি।’

রুক্মিণী বলেন, ‘আসলে মা বিরক্তি এই কারণে ছিল যে আমি মাকে কিছু বলিনি কেন? বিষয়টা এমন ছিল যে “আমার মেয়ে প্রথমবার আমায় বলল না!” আসলে আমি নিজেও জানতাম না যে এই সম্পর্কটা কোথায় যাবে। আমরা জানতাম না যে এত বছরের পথ চলা হয়ে যাবে একসঙ্গে।’

আমি শাহরুখ খানের নায়িকা হতে চাই: লাপাত্তা লেডিস এর নিতানশি

২০১৭ সালে মুক্তি পায় দেবের প্রযোজনায় প্রথম চলচ্চিত্র ‘চ্যাম্প’। তখন মডেলিং দুনিয়া থেকে এসে আবার এই ছবিতে অভিনয়ে হাতেখড়ি হয় রুক্মিণী মৈত্রের। প্রথম ছবিতেই দেব-রুক্মিণী জুটি সুপারহিট। আর সেই তখন থেকেই লোকমুখে দেব ও রুক্মিণীর প্রেমের চর্চা। এখন শুধু এই জুটিকে বিয়ের পিড়িতে দেখার দিন গুনছেন অনুরাগীরা।