বিনোদন ডেস্ক: খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে দেব (Dev) এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) এর কাছের মানুষ (Kacher Manush)। সিনেমা নিয়ে আপামর বাঙালির মধ্যে আবেগ, উচ্ছাসের শেষ নেই। দুর্গোৎসবের প্রাক্কালে এই সিনেমা নিয়ে অনেকেই উৎকণ্ঠায় বসে রয়েছেন। তারই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমার গান। গেয়েছেন বলিউদের মেলোডি সম্রাট সনু নিগম (Sonu Nigam)।
আবারো সনু নিগমের কণ্ঠে বাংলা গান শুনতে পাবে বাঙালি। মেলোডি সম্রাটের সুরের জাদুতে আজ কয়েক দশক মোহাচ্ছন্ন হয়ে রয়েছে সারা দেশ। তবে তাকে দিয়ে গান করানো এত সহজ নয়, গুনতে হয় মোটা টাকা। কিন্তু এবার তিনি ‘কাছের মানুষ’ সিনেমাতে গান গাওয়ার জন্য যে পারিশ্রমিক নিয়েছিলেন তা ফিরিয়ে দিতে চলেছেন।
প্রসঙ্গত গত ১৬ সেপ্টেম্বর মুক্তি পায় ‘কাছের মানুষ’ সিনেমার ‘মুক্তি দাও’ গানটি। গানটির স্রষ্টা নীলায়ন চট্টোপাধ্যায়। তিনিই গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন। গান গাওয়ার সময় নাকি তিনি খুব আবেগঘন হয়ে ওঠেন, বিশেষত “যদি ভালবাসো, আমায় মুক্তি দাও…” লাইনটি গাওয়ার সময় তার চোখ জলে ভরে ওঠে।
এই গান সনু নিগমের এতটাই ভালো লেগে যায় যে, তিনি এই গানের জন্য নেওয়া পারিশ্রমিক ফিরিয়ে দেন। সনু নিগম বলেন এই গান গেয়ে তার মন ভরে ওঠে। চোখের কোণে জমা হয় আবেগাশ্রু। এছাড়া বিখ্যাত এই গায়ক এও জানান যে, “যদি ভালবাসো, আমায় মুক্তি দাও…” লাইনটি সারা জীবন মনে রাখবেন তিনি।
তাছাড়া সনু নিগম বলেন যে, গান মানুষের ভালোবাসা পাওয়ায় এবং সবার মাঝে যোগ্য সম্মান পাওয়াতেই খুব খুশি তিনি। শ্রোতারা তার গান ভালোবাসায় এবং নিজে গান শুনতে শুনতে আবেগঘন হয়ে পড়ায় গানের জন্য নেওয়া পারিশ্রমিকই ফিরিয়ে দেন সনু নিগম। ইতিমধ্যে ১৪ লক্ষ মানুষ ইউটিউবে ‘মুক্তি দাও’ গানটি দেখে নিয়েছেন।
প্রসঙ্গত আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে দেব এবং প্রসেনজিৎ এর কাছের মানুষ। সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃত বসু। জানা যাচ্ছে এই সিনেমাতে উঠে আসবে জীবন ও মৃত্যুর মধ্যেকার এক দ্বন্দ্ব। সিনেমাতে দেব এবং প্রসেনজিৎ ছাড়া দেখা যাবে ইশা সাহাকে।
মা-বাবার ছবিতে প্রদীপ জ্বালিয়ে নতুন পথচলা শুরু করলেন অপু বিশ্বাস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।