লাইফস্টাইল ডেস্ক : শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির দুইটি অংশ। এক অংশ থাকে ঘরের দেয়ালে সেট করা। অন্য অংশ বাইরে। এই দেয়ালেই অনেকেই টেলিভিশন লাগিয়ে রাখেন। এখনকার এলইডি এবং স্মার্ট টিভিগুলো ‘ওয়াল মাউন্টেড’। অর্থাৎ দেয়ালে স্থাপন করলেই ভালো ‘ভিউইং অ্যাঙ্গেল’ পাওয়া যায়। ঘরেরও শোভা বাড়ে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দেয়ালে এসি লাগানো সেখানে টিভি বসানো যাবে? জানুন সঠিক নিয়ম।
এসির কাছে টিভি রাখবেন না
খুব কম মানুষই জানেন যে, কোনও ইলেকট্রনিক সরঞ্জাম, যা তাপ উৎপন্ন করে, তা এসির কাছে ইনস্টল করা উচিত নয়। এলইডি টিভি, কম্পিউটারের মতো ডিভাইস এসির কাছে ইনস্টল করা উচিত নয়। এর একটি প্রধান কারণ হল, এটি আপনার এসিকে তাড়াতাড়ি খারাপ করে দিতে পারে। এমনকি অনেকক্ষণ এসি চালানোর পরেও যদি ঘর ঠান্ডা না হয়, তাহলে বুঝবেন তা এসির আসেপাশে থাকা এলইডি টিভি, কম্পিউটারের মতো ডিভাইসগুলোর জন্য হতে পারে। তাই সব সময় খেয়াল রাখবেন, যেন এই ধরনের ডিভাইস এসির কাছে না থাকে।
acএসির কী ক্ষতি হয়?
এয়ার কন্ডিশনারের চারপাশে টিভির মতো একটি যন্ত্র রাখলে, এসির কুলিং পাওয়ার কমে যায়। কারণ এই যন্ত্রপাতিগুলো তাপমাত্রা বাড়াতে পারে এবং এসি ধীরে কাজ করে। এয়ার কন্ডিশনার এর কার্যক্ষমতার উপরও প্রভাব পড়বে। ঠিক মতো কাজ করতে চাইবে না।
বর্ষায় আরও একটি বিষয়ের বিশেষ খেয়াল রাখতে হবে, আর তা হল এসির ফিল্টার পরিষ্কার করা। আপনার উচিত কমপক্ষে দুই সপ্তাহের মধ্যে একবার করে এসির ফিল্টার পরিষ্কার করা। এতে ফিল্টারে ধুলা ও ময়লা জমতে পারে না। আপনি বাড়িতেই এই কাজটি করে নিতে পারবেন। তার জন্য বার বার মেকানিক ডাকার প্রয়োজন নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।