
সারা দেশের অধস্তন আদালতে কর্মরত প্রায় এক হাজার বিচারক পদোন্নতি পাচ্ছেন। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪–এ অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন। বৈঠকে অধস্তন আদালতের বিভিন্ন স্তরের বিচারকদের পদোন্নতি, প্রশাসনিক ও বিচারিক কার্যক্রমসহ নীতিনির্ধারণী ২২টি বিষয়ে আলোচনা হয়।
সভা-সম্পর্কিত সূত্র ও সুপ্রিম কোর্ট প্রশাসনের ওয়াকিবহাল একাধিক কর্মকর্তার তথ্যমতে, সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২৭৫ বিচারককে জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২০৭ বিচারককে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, এবং সিনিয়র সহকারী জজ পদমর্যাদার পাঁচ শতাধিক বিচারককে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত হয়েছে।
সব মিলিয়ে ৯৮২ বিচারকের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় ফুলকোর্ট সভায়। বৈঠকের একটি সূত্রে জানা গেছে, ২০৭ জনকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির কথা উল্লেখ থাকলেও প্রকৃত সংখ্যা কিছুটা বেশি হতে পারে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
সভায় বিচারিক নীতিনির্ধারণী অন্তত ২২টি বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে সুপ্রিম কোর্টের অবকাশ ছুটি নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়, যদিও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এই ফুলকোর্ট সভার বিষয়টি জানানো হয়।
ফুলকোর্ট সভা হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মতবিনিময় ও বিচারিক নীতি নির্ধারণের নিজস্ব ফোরাম। প্রধান বিচারপতি এই সভায় সভাপতিত্ব করেন এবং প্রতিবছরের নির্দিষ্ট সময়ে সভাটি আহ্বান করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



