বিনোদন ডেস্ক : দেশের চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান দেশান্তরী হয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন বলে খবর রটেছে। তবে এই খবরটিতে পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন এই সুপারস্টার। যুক্তরাষ্ট্রে থেকে সোমবার বাংলাদেশ সময় দুপুরে আড়াইটায় শাকিব খানের সঙ্গে কথা হয়। এসময় তিনি পরিস্কার করে বলেন, ‘যারা আমার যুক্তরাষ্ট্রে থাকা নিয়ে কথা বলছে তারা আসলে এই প্রক্রিয়া জানেই না।’
১৬ তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিয়ে ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে যান ‘কিং খান’ খ্যাত তারকা শাকিব খান। পরে ঢালিউড ফিল্মস এন্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নেন ৫ ডিসেম্বর। দুই অনুষ্ঠানের মঞ্চে শাকিব ঘোষণা দেন, তিনি তার নতুন সিনেমার শুটিং যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে। মুক্তি দেব বিশ্বব্যাপী। এজন্য সবকিছু গুছিয়ে যুক্তরাষ্ট্রে শুটিংয়ের প্রি-প্রডাকশন গোচ্ছানেন তিনি।
শাকিব খান যুক্তরাষ্ট্রে চিরদিনের জন্য স্থায়ী হচ্ছেন- এমন খবর টে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে তিনি জানালেন, এটি সত্য নয়। এও জানালেন, এমন ভিত্তিহীন খবরে তার দর্শকরা যেন বিব্রত না হয়। বললেন, আমার এখানে স্থায়ী বসবাসের কথা উঠছে কেন? আমি তো চাইলে আগামী মাসেই দেশে ফিরতে পারি। দেশান্তরী হওয়ার মতো কিছু তো ঘটে নাই।
শাকিব খান বলেন, আমেরিকার গ্রিন কার্ড দেশটির সরকার সম্মান জানিয়ে বিভিন্ন দেশের সেলেব্রেটিদের দিয়ে থাকে। এই সম্মানটা সবাইকে দেয়া হয় না। যাদের দেয় তারা সম্মানিত হয়ে গ্রহণ করে। আর কভিডের আগে দেশে থাকতে অন্য প্রক্রিয়ায় আমারটা ঠিক হয়ে ছিল। তার মানে তো এই না যে আমি আমার দেশ ছেড়ে দিচ্ছি। এখানে এসে শুধু গ্রহণের প্রক্রিয়া ছিল। এজন্য তো বছরের পর বছর থাকতে হয় না। বাংলাদেশের অনেক বড় সেলেব্রেটি আগে থেকে গ্রিন কার্ড পেয়েছে।
তিনি বলেন, তারা বাংলাদেশে বাস করে নিয়মিত কাজ করছেন। বলিউডের বহু সেলেব্রেটিদের গ্রিন কার্ড করা। এছাড়া দুবাই, কানাডা, অস্ট্রেলিয়াতে তাদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সবই আছে। কিন্তু তারা ইন্ডিয়াতে বসবাস করে নিয়মিত কাজ করছেন। তাহলে এতদিন পর আমার এটা নিয়ে কথা উঠছে কেন? কিছু মানুষ সবসময় অপব্যাক্ষা দিয়ে থাকে। বিভ্রান্ত হওয়ার কিছু নেই।
অনেকটা ক্ষোভ ঝেড়ে শাকিব খান বলেন, সিনেমা সংশ্লিষ্ট কিছু মানুষ আছে যাদের মিডিয়ার সামনে কথা বললে আরও জেনে বুঝে কথা বলা উচিত। তারা এমনভাবে আমাকে নিয়ে কথা বলে যেন তাদের সঙ্গে আমার প্রতিদিন কথা হয়। অথচ গত ৬ মাসেও দেখা যায় তাদের সঙ্গে আমার কথা হয় না, দেখা হয় না। আমি আমেরিকায় আসবো আগেই থেকে ঠিক ছিল। এজন্য বারবার বলেছি ‘গলুই’র ডাবিং করিয়ে নিতে। কিন্তু তারা পারে নাই। পরেও বলেছিলাম অনলাইনে পাঠিয়ে দিলে আমি ডাবিং করে দেব যেহেতু ডিসেম্বরে মুক্তি চায়। কিন্তু ডিরেক্টর তার কাজে এসেছে, আমাকে জানালে সঙ্গে সঙ্গে ডাবিং করিয়ে দিয়েছি।
শাকিব বলেন, আমি সবসময় চুপচাপ থেকে নিজের কাজটা প্রাধান্য দিয়েছি। নিজের মতো এগিয়ে গিয়েছি। বহু অপব্যাক্ষা, অবান্তর, গুজব আমাকে নিয়ে ছড়িয়েছে। এগুলো কখনই তোয়াক্কা করিনি। দিনশেষে মানুষ জেনেছে আমি ঠিক ছিলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।