দেশি-বিদেশি লুকে ‘চমক’ দেখাচ্ছেন রুকাইয়া জাহান

রুকাইয়া জাহান চমক

টিভি ও অন্তর্জালের ভিডিওসাইটে বিভিন্ন নাটকে দেখা মেলে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের। সুন্দরী এই অভিনেত্রী সম্প্রতি দেশে ক্রান্তিলগ্নে ছাত্র-জনতার আন্দোলনে জোরালো ভূমিকা রেখে বেশ আলোচনায় এসেছেন। সাম্প্রতিক বন্যার সময়ও কার্যকর ভূমিকা রেখেছেন তিনি দুর্গত এলাকায় গিয়ে।

রুকাইয়া জাহান চমক

মিষ্টি হাসি আর দারুণ ফ্যাশন সেন্সের জন্য সব লুকেই তিনি বেশ নজর কাড়েন। ইন্সটাগ্রাম ঘুরে দেশি-বিদেশি লুকে চমকের কিছু চমকপ্রদ সাজপোশাকের ছবি দেখে নিই চলুন। সাদা কারুকাজ করা একই রঙের জর্জেট শাড়ি ও ব্লাউজে আকর্ষণ ছড়াচ্ছেন চমক।

চমক

ফুলেল ড্রেস আর ট্রেন্ডি সানগ্লাসে স্টাইলিশ চমক। স্লিভলেস লাল সালওয়ার কামিজেও সমান আকর্ষণীয় তিনি। নিজের বিয়ের গায়ে হলুদে দেশি শাড়িতে এভাবে শ্বাশ্বত বাঙালি নারীর সাজে সেজেছিলেন তিনি। ফিউশন স্টাইল লেবু হলুদ আউটফিটে আবেদনময়ী চমক। রয়েছে ম্যাচিং জুতাও।

চমক

রূপালি স্লিভলেস স্লিপড্রেসে নুডল স্ট্র্যাপে অত্যন্ত আকর্ষণীয় লাগছে এই অভিনেত্রীকে। ফিউশন শাড়ির লুকে চোখজুড়ানো সুন্দর লাগছে চমককে। মাঝে মাঝে এমন শাড়ির লুকেও সামনে আসেন তিনি। সাদা অফ দ্য শোল্ডার টপের সঙ্গে ফুলেল ডিটেইলিং দেওয়া কেপ স্লিভসের এই পোশাকে স্নিগ্ধ লাগছে চমককে।