জুমবাংলা ডেস্ক: শরীয়তপুরের জাজিরা উপজেলায় উৎপাদিত সবজি ইউরোপে রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে জাজিরার মিরাশার চাষিবাজার থেকে সবজির প্রথম চালান ঢাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সেন্ট্রাল প্যাকেজিং হাউসের উদ্দেশে পাঠানো হয়। সরকারি রপ্তানি নিয়ম সম্পন্ন করে বুধবার বিমানযোগে সুইজারল্যান্ডে পাঠাবে রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল।
জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সবজির একটি ছোট চালান সেন্ট্রাল প্যাক হাউজে নেওয়া হয়েছে রপ্তানির উদ্দেশে। বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল নামক রপ্তানিকারক প্রতিষ্ঠানটি জাজিরা থেকে ৭০ কেজি কচু, ৬৫ কেজি কাঁচা মরিচ, ২০ কেজি লাউ প্রসেস করে নিয়েছে। বুধবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ফ্লাইটে প্রথমবারের মতো সুইজারল্যান্ড যাবে দেশি সবজি। এ সবজিগুলো হবে পরীক্ষামূলক। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী সপ্তাহে বেশি করে সবজি পাঠানো হবে বলে জানিয়েছেন রপ্তানিকারকরা।
তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পরপর আমাদের লক্ষ্য ছিল জাজিরার উৎপাদিত বিভিন্ন সবজি ও ফল রপ্তানির বিষয়ে কাজ করা। এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর জেলা ও উপজেলা প্রশাসন, রপ্তানিকারক, কৃষক ও কৃষি উদ্যোক্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমের ব্যক্তিদের নিয়ে এক রপ্তানিবিষয়ক সেমিনার করা হয়। ফলশ্রুতিতে তিন সবজির (লাউ, কচু ও কাঁচা মরিচ) প্রথম চালান সুইজারল্যান্ড যাচ্ছে। আমরা আশাবাদী এটি অব্যাহত থাকলে এ অঞ্চলের কৃষকের ভাগ্য উন্নয়নে চমৎকার একটি প্রভাব পড়বে।
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। তার এই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, জাজিরার মাটিগুলো খুবই উর্বর। উন্নত কৃষির মাধ্যমে আমাদের সব জমিগুলো চাষাবাদের আওতায় এনে এখানকার পণ্যগুলো রপ্তানি করার মাধ্যমে কৃষিভিত্তিক দেশ গড়তে আমরা কাজ করছি।
যে কৃষকদের সবজি সুইজারল্যান্ড যাচ্ছে তারা হলেন জাজিরা উপজেলার খোকন খালাসী, বেলায়েত হোসেন, মাসুদ মাদবর ।
তারা বলেন, আমরা অনেক আনন্দিত যে আমাদের সবজি সুইজারল্যান্ড যাচ্ছে। আশা করি বিদেশে সবজি গেলে আমরা ভালো দাম পাবো। আমাদের চাষাবাদে আরও আগ্রহ বাড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।