দেশের জন্য আইপিএল ছেড়ে দিলেন কামিন্স

কমিন্স

স্পোর্টস ডেস্ক: অনেকেই জাতীয় দল বাদ দিয়ে বেছে নেন আইপিএলকে। বিশাল অঙ্কের টাকার হাতছানি কে ই বা হাতছাড়া করতে চায়। কিন্তু এবার অজি অধিনায়ক প্যাট কামিন্স বেছে নিয়েছেন নিজের দেশের ক্রিকেটকে। সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করে প্যাট কামিন্স জানিয়ে দিলেন, তিনি পরবর্তী আইপিএল মৌসুমে অংশ নেবেন না।

ঠাসা আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখেই যে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, সে কথাই জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অজি তারকা। অ্যাশেজ সিরিজ এবং ওয়ানডে বিশ্বকাপের আগে বিশ্রাম দরকার বলেই মনে করছেন তিনি।

কামিন্স বলেন, আগামী বছর আইপিএলে না খেলার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১২ মাস টেস্ট ও ওয়ানডে দিয়ে ঠাসা আন্তর্জাতিক সূচি থাকবে, তাই অ্যাশেজ ও বিশ্বকাপের আগে একটু বিশ্রাম নিতে চাই।’
কমিন্স
আইপিএলে খেলা কামিন্সের দল কলকাতা নাইট রাইডার্স অবশ্য এটা সহজেই মেনে নিয়েছেন। যে কারণে পরিস্থিতি বোঝার জন্য কলকাতাকে ধন্যবাদ জানিয়ে আরও একটি টুইট করেছেন কামিন্স।

অস্ট্রেলিয়ান এই লিখেছেন, ‘পরিস্থিতিটা বোঝার জন্য কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ। দুর্দান্ত একটা দল। আশা করি যত দ্রুত সম্ভব ফিরতে পারব।’

আইপিএলের পরবর্তী মিনি নিলাম আয়োজিত হবে ২৩ ডিসেম্বর। নিলামের আসর বসবে কোচিতে। যদিও তার আগেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ট্রেড উইন্ডো দিয়ে দল গুছিয়ে নিচ্ছে।

বিশ্বকাপ জিতবে ব্রাজিল, শেষ ষোলোতেই বিদায় হবে আর্জেন্টিনার!