বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: তরুণ গ্রাহকদের জন্য বাংলাদেশের বাজারে নতুন ফাইভজি স্মার্টফোন নিয়ে আসছে মটোরোলা। এজ২০ ফিউশন নামে মিডরেঞ্জে এটি বাজারজাত করা হবে। ১৬ মার্চ থেকে শুরু হওয়া প্রি-বুকিং আগামী ২০ মার্চ পর্যন্ত চলবে।
মটোরোলার এজ২০ ফিউশন স্মার্টফোনে ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮০০ইউ ফাইভজি চিপ ব্যবহার করা হয়েছে। গ্রাফিকস প্রসেসিংয়ের জন্য মালি জি৫৭ এমসিথ্রি প্রসেসর রয়েছে। ডিভাইসটিতে ৬ দশমিক ৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে রয়েছে, যার রেজল্যুশন ১০৮০X২৪০০ পিক্সেল এবং স্ক্রিন টু বডি রেশিও ২০:৯। এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ দেয়া হয়েছে।
স্মার্টফোনটিতে ১৩টি ব্র্যান্ড রয়েছে। পৃথিবীর যেকোনো দেশে স্মার্টফোনটি ব্যবহার করা যাবে। এজ২০ ফিউশন স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে। প্রথমেই রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এর পর ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং সব শেষে ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ক্যামেরাগুলোয় সর্বাধুনিক কোয়াড পিক্সেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সেলফির জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।
ডিভাইসটিতে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৩০ ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। দুটি মডেলের ইলেকট্রিক গ্রাফাইট ও সাইবার টেল কালার নিয়ে বাজারে মটোরোলার এ ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আসছে। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টের সেটের দাম পড়বে ৩৮ হাজার ৯৯৯ টাকা।
মোটোস্টোর, গ্রামীণফোন, গ্যাজেট অ্যান্ড গিয়ার, দারাজ, পিকাবু, সেলেক্সট্রা ডট কম ডট বিডিতে প্রি-বুকিং দিলেই উপহার হিসেবে ক্রেতারা পাবেন এসকেপ ২২০ মডেলের ওয়্যারলেস হেডফোন। এছাড়া থাকছে সুদবিহীন ইএমআই এবং গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল অপারেটরের ইন্টারনেট ডাটা বান্ডেল অফার।
দেশে কারা হ্যাকিং করছে, কেন করছে? যেভাবে বাঁচাবেন ফেসবুক অ্যাকাউন্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।