জুমবাংলা ডেস্ক: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, ‘দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সবাই এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।’
আজ রাজধানীর বারিধারায় দৈনিক যুগান্তর ভবন মিলনায়তনে জাতীয় যুব সংহতির এক সভায় তিনি একথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এইচএম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সালমা ইসলাম আরও বলেন, ‘জাতীয় পার্টি আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে- এখন থেকেই সেই প্রস্তুতি শুরু হয়েছে।’
তিনি এ সময় তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হব না, জাতীয় পার্টি আগামীতে এককভাবেই রাষ্ট্র ক্ষমতায় যাতে যেতে পারে- সেই প্রস্তুতি শুরু করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।