জুমবাংলা ডেস্ক: সদ্য সমাপ্ত পিরোজপুরের কাউখালীতে ইউপি নির্বাচনে দুটি ইউনিয়নে নৌকা ডুবিয়ে দুই স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে মো. আবু সাঈদ ও চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে লাইকুজ্জামান মিন্টু জয় লাভ করেছেন। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে পিরোজপুরের কাউখালী উপজেলায় ১ নম্বর সয়না রঘুনাথপুর ও ৪ নম্বর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
দিনভর ভোটাররা নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দুই দলের শক্ত প্রার্থীদের পরাজিত করে দুইটি ইউনিয়নেই স্বতন্ত্র প্রাার্থী জয়লাভ করেছেন। সয়না রঘুনাথপুর ইউনিয়নের বিজয়ী চশমা প্রতীকের প্রার্থী মো. আবু সাঈদ পেয়েছেন ২ হাজার ৬৪৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি-জেপির সাইকেল প্রতীকের প্রার্থী এলিজা সাঈদ পেয়েছেন ২ হাজার ২৯৯ ভোট, আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ পেয়েছেন ১ হাজার ৭৪৩ ভোট । আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এইচ এম আর কে খোকনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি পেয়েছেন মাত্র ১২০ ভোট।
অপরদিকে উপজেলার চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়নের বিজয়ী চশমা প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লাইকুউজ্জামান মিন্টু পেয়েছেন ২ হাজার ২৭৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টি-জেপির সাইকেল প্রতীকের প্রার্থী মো. বজলুর রহমান খান পেয়েছেন ১ হাজার ৯২৮ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মামুন হোসাইন বাবলু পেয়েছেন ১ হাজার ৮৬৩ ভোট, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মাহমুদ খান খোকন পেয়েছেন ১ হাজার ৮৫১ ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।