জুমবাংলা ডেস্ক: দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল বুধবার রাজশাহীতে ৩৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস; আর সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ৯৪ মিলিমিটার।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, পাবনা ও নওগাঁ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস আর বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৩ মিলিমিটার। এছাড়া রংপুরে তাপমাত্রা ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস ও বৃষ্টিপাত ১ মিলিমিটার; ময়মনসিংহে তাপমাত্রা ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস ও বৃষ্টিপাত ১ মিলিমিটার; সিলেটে তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস ও বৃষ্টিপাত ৩ মিলিমিটার; খুলনায় ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস ও বৃষ্টিপাত ১০ মিলিমিটার এবং বরিশালে তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি ও বৃষ্টিপাত ৬ মিলিমিটার রেকর্ড করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।