জুমবাংলা ডেস্ক: ক’রোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৮৯ জনের মধ্যে ২৮ জেলার কেউ নেই।
সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ক’রোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যেসব জেলার কোন ক’রোনা রোগী শনাক্ত হয়নি- গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, বান্দরবান, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, লালমনিরহাট, গাইবান্ধা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা, পিরোজপুর, ঝালকাঠি, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ক’রোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। জেলাগুলো হলো- ঢাকার একজন, গাজীপুরের একজন, চট্টগ্রামের একজন, নোয়াখালীর একজন এবং কুষ্টিয়ার একজন। সে হিসাবে বাকি ৫৯ জেলায় ক’রোনায় মৃত্যু নেই।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করো’নাভাইরাস। বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ক‘রোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ক’রোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।