জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন মনজুরুল মাওলা সর্দার। জাতীয় ইমাম সম্মেলন ২০২৩-২০২৪ অর্থবছরে কেন্দ্রীয় পর্যায়ে প্রতিযোগিতা করে প্রথম হন তিনি।
ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন এ বছর মনজুল মাওলা সর্দারকে শ্রেষ্ঠ ইমাম ঘোষণা করেন।
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে গত ২৭ মে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন মাওলানা মনজুরুল মাওলা সর্দার। সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন তিনি।
বুধবার (৫ জুন) ঢাকায় তার হাতে সেরা ইমামের সম্মাননা ও পুরস্কার তুলে দেবেন ধর্মমন্ত্রী।
মনজুরুল মাওলা সর্দার ফেনীর ছাগলনাইয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব এবং রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার।
দেশের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় মনজুরুল মাওলা সর্দারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ।
মনজুরুল মাওলা সর্দার এর আগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করে প্রথমস্থান অধিকার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।