চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, চুয়াডাঙ্গায় সোমবার (২০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
শহর ঘুরে দেখা গেছে, তীব্র শীত থাকার পরও নিম্নআয়ের মানুষদের কাজের সন্ধানে ঘরের বাইরে আসতে হচ্ছে। অনেকে কাজ পাওয়ার আশায় শীতের তীব্রতা সহ্য করে রাস্তার পাশে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। শীতের কষ্ট মেনে নিয়ে শ্রমজীবী অনেকে ভোর থেকে কাজ শুরু করতে বাধ্য হচ্ছে।
শহরের পুরাতন কাপড়ের দোকানগুলোতে ইতিমধ্যেই বেচাকেনা বেড়ে গেছে। ভিড় করে মানুষদের পুরাতন কাপড় কিনতে দেখা যাচ্ছে। একইসাথে শুরু হয়েছে গরম শীতের পিঠা বিক্রি। রাস্তার পাশে তৈরির পরপরই বিক্রি হওয়া এই পিঠার দোকানেও ভিড় দেখা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।