দেশের ৬৪টি জেলার মধ্যে ৬০ জেলাতেই সংক্রমিত হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
যে চারটি জেলা করোনার থাবা থেকে মুক্ত আছেন সে চারটি জেলায়: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়ি এবং খুলনা বিভাগের ঝিনাইদহ ও সাতক্ষীরায়। নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ এপ্রিলে আমাদের তথ্য মোতাবেক নতুন আরও দুইটি জেলা করোনা সংক্রমিত হয়েছে। একটি হলো বরিশাল বিভাগের ভোলা এবং রাজশাহীর নাটোর জেলার।’
তিনি আরও বলেন, দেশের ৬৪টি জেলার মধ্যে যে চার জেলায় এখনো করোনা সংক্রমিত হয়নি সেগুলো হলো সাতক্ষীরা, ঝিনাইদহ, রাঙামাটি ও খাগড়াছড়ি। এই চারটি জেলা বাদ দিয়ে সারাদেশের অন্যান্য জেলাতে করোনা সংক্রমিত হয়েছে বলে জানান তিনি। চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা বাংলাদেশে শনাক্ত হয় গত ৮ মার্চ।
সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)। ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়। ২৫ মার্চ প্রথমবারের মতো সীমিত আকারে কম্যুনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনার সংক্রমণ হচ্ছে বলেও জানা যায়। আর ২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৩ এপ্রিল থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষার আওতা বাড়ানো হবে। এরপর থেকে করোনা পরীক্ষার পরিধি বাড়ানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।