জুমবাংলা ডেস্ক: দেশের ৫৩ জেলার ওপর দিয়ে গতকাল সোমবার মৃদু তাপদাহ বয়ে গেছে। বর্ষাকাল বিবেচনায় এই তাপদাহকে অস্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা।
আজ মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে। এতে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের তিন সমুদ্রবন্দরসহ কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এবার বর্ষাকালে স্বাভাবিকের চেয়ে বৃষ্টি হচ্ছে অনেক কম। জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে প্রায় ৫৫ শতাংশর কম বৃষ্টি হয়েছে। ফলে তাপমাত্রাও থাকছে বেশি।
গতকাল জুলাইয়ের শেষ দিনটিও এর ব্যতিক্রম ছিল না।
আজ মঙ্গলবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গতকাল বলেন, ছয় বিভাগ ও ছয় জেলায় তাপপ্রবাহ জুলাই মাস বিবেচনায় অস্বাভাবিক।
বর্ষায় কয়েক বছর ধরেই বৃষ্টির পরিমাণ কমে এসেছে। এ কারণে মূলত তাপমাত্রা বাড়ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে আরো বেশি। তবে আজ (গতকাল) থেকে মোটামুটি সারা দেশে বৃষ্টি শুরু হয়েছে। আগামী দিনে আরো বাড়বে। ফলে তাপমাত্রাও কমে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।