জুমবাংলা ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় ক‘রোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী ১১ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৯৬ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের চেয়ে ক’রোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৫৭ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৭ দশমিক ৪৩ শতাংশ। আজ তা কমে হয়েছে ২৫ দশমিক ৮৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, আজ ৩৩ জনসহ এখন পর্যন্ত ক’রোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৯৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ৮৪৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৬ জন। গতকাল ৪৪ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৯৩ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৬৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।