জুমবাংলা ডেস্ক : করোনা মোকাবিলায় দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় মহামারি ঘোষণা করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া ক্রমবর্ধমাণ রোগীর চাপ সামলাতে বড় কোনো জেনারেল হাসপাতালকে করোনা রোগীর জন্য বরাদ্দ করারও তাগিদ তাদের।
বাংলাদেশের করোনা পরিস্থিতি বুঝতে গেল কয়েকদিনের পরিসংখ্যানই যথেষ্ট। দিনে দিনে বাড়ছে রোগী। বাড়ছে মৃত্যুর সংখ্যা। কিন্তু কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য কতটুকু প্রস্তুত হাসপাতালগুলো।
কুয়েত মৈত্রী হাসপাতালের এক চিকিৎসক বলেন, সেন্টাল অক্সিজেনের লাইন নেই। এজন্য আমরা অনেক অসুবিধার মধ্যে পড়ে যাই। তাই অতি দ্রুত আইসিইউ বা ভেন্টিলেটর সাপোর্ট দেয়া যেত, তাহলে হয়তো মৃত্যু কমিয়ে আনা যেতো।
যেখানে দুনিয়া জুড়ে মহামারি এ রোগের প্রধান উপসর্গ শ্বাসকষ্টেই ধরাশায়ী হচ্ছেন লাখো মানুষ, সেখানে দেশে কোভিডের চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ কেন্দ্রীয়ভাবে করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।
মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক রিদওয়ানুর রহমান বলেন, কিছু রোগী আছে, যাদেরকে ইনবেসি ভেন্টিলেটরে দেয়া লাগবে না। এবং তারা এখান থেকে ফিরে আসবে। জিসিনগুলো আমরা এখন দিতে পারছি না। এজন্য একটি বড় হাসপাতালকে কোভিট হাসপাতাল করলে কিছুটা উন্নতি হবে।
তাদের মতে, এমন সময়ে প্রশাসনিক সিদ্ধান্তগুলো সহজ করতে দরকার জরুরি ঘোষণার। আর হাসপাতালগুলোর প্রশাসনিক দিকটাও ঢেলে সাজানোর পক্ষে মত তাদের।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইকবাল আর্সেনাল বলেন, যারা রাষ্ট্রীয় নীতিনির্ধারক আছেন, তারা এ রোগকে মহামারি ঘোষণা করলে আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
তবে করোনা বিস্তার রোধে লকডাউন এলাকায় আরো কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সূত্র : সময় নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।