দেশে ক’রোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

জুমবাংলা ডেস্ক: ক’রোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। যা এ যাবতকালের দেশে সর্বোচ্চ মৃত্যু। এর আগে ১৯ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট ক’রোনা শনাক্ত হয়েছে আট লাখ ৮৮ হাজার ৪০৬ জনের।

রবিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ক’রোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে ক’রোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭২ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত ক’রোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৬ শতাংশ।

এর আগে শনিবার (২৬ জুন) ক’রোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৭৭ জনের এবং আক্রান্ত হয়েছিল ৪ হাজার ৩৩৪ জন।