দেশে করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

ফাইল ছবি
জুমবাংলা ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে। তবে শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ( মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত) করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৫ জনে।

একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৭০৩ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জনে।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৩৭৬ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৮৮ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮১৭ জন। মোট সুস্থ ১৫ লাখ ২১ হাজার ১১৩ জন।

এর আগে মঙ্গলবার দেশে করোনায় ২৩ জনের মৃত্যু হয় । আর শনাক্ত হয়েছিল ৬৯৪ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।