দেশে করোনায় মৃত্যু বেড়েছে

জুমবাংলা ডেস্ক: দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬১৪ জনে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৯৪ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জনে।

মঙ্গলবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৪৯৯ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৭০৮ জন। মোট সুস্থ ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন।

এর আগে সোমবার (৪ অক্টোবর) সারা দেশে করোনায় মারা যান ১৮ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ৭৯৪ জনের দেহে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।