আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ হাজার ৯৭৭ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এর মধ্য দিয়ে ইতালিকে ছাড়িয়ে বিশ্বে করোনা সংক্রমিত দেশের তালিকায় ১৫ তম স্থানে এখন বাংলাদেশ।
করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে ইতালিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৮০৩ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। প্রথম সংক্রমণের পাঁচ মাসের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে প্রায় আড়াই লাখে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৩০৬ জনে দাঁড়িয়েছে।
বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।