জুমবাংলা ডেস্ক : টায়ার পুড়িয়ে পরিবেশের জন্য ক্ষতিকর তেল তৈরি করার কতগুলি প্রতিষ্ঠান রয়েছে তার প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট। একই সময় বায়ু দূষণের জন্য বিশ্ব ব্যাংকের দেয়া ৩০০ কোটি টাকার ঋণ কীভাবে ব্যয় করা হয়েছে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই মৌখিক আদেশ দেন।
এর আগে হাইকোর্টে বায়ু দূষণ নিয়ে ১৬ সদস্যের বিশেষজ্ঞ দলের প্রতিবেদন দাখিল করা হয়।
ফুটপাত ভালো থাকলেও সেগুলো ভাঙার কারণ নিয়ে হাইকোর্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবীকে প্রশ্ন করেন। বলেন, এর ফলে ধূলায় জনগণ অতিষ্ট হয়ে পড়েছে। দুর্নীতির কারণেই বারবার ঢাকার রাস্তা ভাঙা গড়ার কাজ করতে হচ্ছে বলেও মন্তব্য করেন হাইকোর্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।