জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশে লেবেল প্লেয়িং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, এই প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে একটা ভালো নির্বাচন হবে তা নিয়ে শঙ্কা রয়েছে।

সোমবার (৮ আগস্ট)ব দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য প্রশাসনের যতটুকু দায়িত্ব আছে দয়া করে সেই দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটের পরিবেশ নিশ্চিত করা। এখনো অনেকে ভোটার হতে পারিনি। তাদের জন্য যাতে সময় বৃদ্ধি করা যায় তারও দাবি জানান তিনি।
ব্যারিস্টার ফুয়াদ জানান, বরিশালের মীরগঞ্জ সেতু নির্মাণের জন্য যে চীনা কোম্পানি টেন্ডার পেয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে যোগাযোগের যে ভাষা ছিল তাতে চীনা কোম্পানি মোটেই সন্তুষ্ট হয়নি। এসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তবে কোনো দল বা ব্যক্তিকে নিয়ে কথা বলেননি। সেতু উদ্বোধনের শেষে ঘুষি মারার চেষ্টা করা হয়েছে। হেনস্তা করা হয়েছে।
গত দুই মাস যাবৎ তার ক্যাম্পেইনে নেতাকর্মীদের মারধর করা হচ্ছে অভিযোগ করে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, থানায় গেলেও মামলা নিচ্ছে না। এ বিষয়ে প্রশাসন কোনো সহযোগিতা করছে না।
তিনি বলেন, বিএনপির একাংশের কারণে হাজার হাজার ভোট কমছে। বাবুগঞ্জের ঘটনায় একদিনে সারা দেশে ১০ লাখ ভোট কমেছে বলে দাবি ফুয়াদের। এদের নিয়ন্ত্রণ না করতে পারলে আগামী নির্বাচনে বিএনপি চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলেও জানান তিনি।
বাবুগঞ্জের এ ঘটনার সঙ্গে যারা যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ফুয়াদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



