দেশে পৌঁছাল মডার্নার ১২ লাখ ডোজ করোনার টিকা

জুমবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ ডোজ করোনার ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে এসব টিকা পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে বিশেষ বিমানে এসব টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আর শনিবার আসবে আরও ১৩ লাখ করোনা ভ্যাকসিনের ডোজ।

এর আগে, বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে প্রেরিত মডার্নার মোট ২৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিনের ১২ লাখ আসবে এবং শনিবার সকালে অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।