জুমবাংলা ডেস্ক : দীর্ঘ ১৩ বছর পর আজ শনিবার দুপুরে দেশে আসছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ৫ বারের নির্বাচিত সাবেক এই এমপিকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নেতাকর্মীরা। জনপ্রিয় এই নেতার আগমনে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হচ্ছেন।
সৌদি আরব থেকে দেশে ফিরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে হেলিকপ্টার যুগে নিজ জন্মভূমি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় যাওয়ার কথা রয়েছে।
গাড়ি পাকিংয়ের জন্য বিমানবন্দরের সি.এন্ড.এফ ভবনের সামনের মাঠ ইজারাদার কর্তৃক বরাদ্দ নিয়েছেন। সাবেক এই এমপির মুরাদনগর সদরের বাড়িতে গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সচেতন নাগরিকদের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রাক্তন সেনা কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভার বক্তব্যে সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন হারুন রশিদ বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্রমূলক মামলায় সম্পূর্ণ মিথ্যা অভিযোগে কাজী কায়কোবাদের নাম যুক্ত করা হয়। কিন্তু সত্য চাপা থাকে না। উচ্চ আদালত এই মামলায় তার এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের নির্দোষ প্রমাণ করেছেন।
তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মুরাদনগরে আনন্দের জোয়ার বইছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।