জুমবাংলা ডেস্ক : পাচার হয়ে তিন বছর ভারতে আটকে থাকার পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ৩৭ বাংলাদেশি কিশোর-কিশোরী। সোমবার বিকেল ৫টার দিকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
জানা যায়, এসব কিশোর-কিশোরীর বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তাদের সবার বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। প্রায় তিন বছর আগে দালাল চক্রের সদস্যরা লোভনীয় বেতনের কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করেছিলেন। এরপর বিভিন্ন সময় তারা পুলিশের হাতে আটক হয়।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান, সীমান্ত পথে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৩৭ কিশোর-কিশোরীকে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে পাঠানো হয়েছে।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের পোর্ট থানায় সোপর্দ করা হবে। সেখান থেকে তাদের তিনটি এনজিও সংস্থার হাতে হস্থান্তর করবে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।