জুমবাংলা ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ তীব্রতম হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৮ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
সরকারি পরিসংখ্যানকে বিবেচনায় নিলেও দেখা যায় প্রতি মিনিটে দেশে প্রায় ৩ জন (২ দশমিক ৭৭ জন) করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ পর্যায়ে পর্যায়ের (Peak) যেতে থাকায় আগামী দিনগুলোতে আরও বেশি সংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পিক এর আগে সব ধরনের বিধি নিষেধ তুলে নেওয়ার কারণে করোনাভাইরাসের তাণ্ডব বেড়ে গেছে। কোনো ধরনের কার্যকর পরিকল্পনা ছাড়া তাড়াহুড়া করে লকডাউন বা কড়াকড়ি তুলে নিলে যে এমন পরিস্থিতি অনিবার্য হয়ে উঠবে সে বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই আভাস দিয়েছিল।
এদিকে প্রায় দুই সপ্তাহ আগে সারাদেশকে করোনা সংক্রমণের মাত্রার ভিত্তিতে সারাদেশকে লাল, হলুদ ও সবুজ অঞ্চলে ভাগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হলেও সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণে সেটিতেও বিলম্ব হচ্ছে। ইতোমধ্যে সরকার লাল অঞ্চল বা রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে। কিন্তু এখন পর্যন্ত রেড জোন কোনগুলো সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
অন্যদিকে রেড জোনগুলো লকডাউন করার ঘোষণা দেওয়া হলেও আজ পর্যন্ত সেটি কার্যকর হয়নি। যদিও আজ বুধবার (১৭ জুন) উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
এই লকডাউনের সিদ্ধান্ত কার্যকরে যত বিলম্ব হবে, করোনা সংক্রমণের গতি বৃদ্ধির ততই আশংকা থাকবে।
লকডাউনের পাশাপাশি জনসাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কতটা দায়িত্বশীল হবে তার উপর নির্ভর করবে কবে নাগাদ দেশ পিকে পৌঁছাবে এবং কী সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হবে। মৃত্যুর সংখ্যাও অনেকাংশে এর উপর নির্ভর করবে। কারণ সংক্রমণের গতি অনেক বেশি বেড়ে গেলে বিদ্যমান স্বাস্থ্য অবকাঠামো দিয়ে আক্রান্তদের ন্যুনতম চিকিৎসা সেবাও নিশ্চিত করা সম্ভব হবে না।
সব মিলিয়ে সামনে বেশ অনিশ্চিত ও অতি ঝুঁকিপূর্ণ একটি সময়। এ সময়ে ঝুঁকি কমাতে প্রত্যেকের উচিত হবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। রেড জোনের বাইরেও দেশের অন্যান্য অঞ্চলে যতটা সম্ভব ঘরে থাকা, বাইরে গেলে মাস্ক পরা এবং ঘন ঘন হাত ধোয়াসহ অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে চলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।