কিছুদিন ধরেই বারবার শুনতে পাওয়া যাচ্ছে রাক্ষসী পঙ্গপালের কথা, এই পঙ্গপালের দল যেখানেই যাচ্ছে সেখানকার সব ফসল সাবার করে দিচ্ছে নিমিশেই। গত তিনদিন ধরে ভারত থেকে দল বেধে আসা কীটপতঙ্গের দৃশ্য দেখে রীতিমত ভীত হয়ে পড়েছেন ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী খরমপুর গ্রামের সাধারণ মানুষেরা।
জানা গেছে, নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় গত তিনদিন ধরে ভারত থেকে আসছে হলুদ প্রজাতির ঝাঁক। উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত সীমান্তবর্তী খড়মপুর গ্রামে এ দৃশ্য দেখা গেছে। এ রকম বিরল প্রজাতির প্রজাপতি এলাকাবাসী আগে কখনও দেখেনি।
উপজেলার খড়মপুর গ্রামের অধিবাসী ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজের প্রভাষক মো.হাদিউল ওমামী বলেন, গত তিনদিন ধরে খড়মপুর গ্রামের পশ্চিম দিক ভারত থেকে অবিরাম হলুদ প্রজাতির এক ধরণের প্রজাপতি বাংলাদেশে প্রবেশ করছে। এসব প্রজাপতি আমাদের দেশের সাধারণ প্রজাপতির মতো দেখতে নয়। মাঝারী ধরণের এসব প্রজাপতি অধিকাংশ হলুদ মাঝে মাঝে হালকা সাদা প্রজাপতিও ধেয়ে আসছে। বাসা বাড়ীর ৮-১০ ফুট উচুতে এরা চলাচল করছে।
ওই গ্রামের রবিউল আলম বলেন, তিনি গত শুক্রবার ফার্শিপাড়া মোড় থেকে খড়মপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা জুড়ে এ প্রজাপতি যাওয়ার দৃশ্য দেখেছেন।
আবু সাঈদ বলেন, কোন প্রকার সাড়া শব্দ না করে এসব প্রজাপতি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। অনেকে মনে করছে এলাকার মাঠে মাঠে হাজার হাজার হেক্টর জমিতে ইরি বোরো ধান রয়েছে। এসব ধানের ক্ষতিও করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।