Advertisement
জুমবাংলা ডেস্ক: দেশের ১৪টি চ্যানেলকে প্রাথমিকভাবে অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার অনুমোদন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী ‘অনলাইন নিউজ পোর্টাল’ চালাতে হলে টিভি কিংবা পত্রিকা, সবাইকেই অনুমোদন নিতে হবে। সেই নিয়মেই এই ১৪টি অনলাইন পোর্টালকে অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদন পাওয়া ১৪টি অনলাইন নিউজ পোর্টাল হলো-
চ্যানেলআইঅনলাইন, আরটিভিনিউজ২৪, চ্যানেল২৪বিডি, এনটিভিবিডি, দীপ্তঅনলাইন, নাগরিক টিভি, সময় নিউজ টিভি, ডিবিসি নিউজ টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন টিভি, বৈশাখী টিভি, ইন্ডিপেনডেন্ট২৪ টিভি, নিউজ২৪বিডি টিভি ও মাইটিভিবিডি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।