বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। অভিনয় গান দুটি সমান তালেই চলে তার। তবে অনেক দিন ধরে নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে নেই ঢালিউডের এই নায়িকার।
এদিকে, অভিনয়ের বাইরে পড়াশোনাতেও বেশ মনোযোগী এই গ্ল্যামার গার্ল। ক্যারিয়ারের ব্যস্ত সময়েই ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলরস অব ল’তে চার বছরের শিক্ষাজীবন শেষ করেছেন তিনি। পেয়েছেন সেকেন্ড ক্লাস। এ পর্যন্তই শেষ নয়। তিনি আরও পড়াশুনা করতে চান। তাইতো চলতি বছর ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে পড়াশুনার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন এ নায়িকা।
নুসরাত ফারিয়া বলেন, অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই। এবার বার অ্যাট ল পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই।
অভিনয় ছেড়ে আইনি পেশায় যোগ দেবেন কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে ডিগ্রি অর্জন করি। বাকি সব প্রশ্নের উত্তর সময়ই দেবে।
সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন থ্রি’ সিনেমায় কাজ শুরু করেছেন ফারিয়া। ‘জ্বীন টু’র মতো ‘জ্বীন থ্রি’ও পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। এ ছবিতে আরও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।
প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়। একে একে বিগ বাজেটের বাদশা দ্য ডন, হিরো ৪২০, প্রেমী ও প্রেমী, ধ্যাত তেরি কি, ইন্সপেক্টর নটি কে, বস টু, শাহেনশাহসহ ঢালিউড ও টালিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করে নজর কাড়েন এ সুন্দরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।