ট্র্যাভেল ডেস্ক : ‘এত স্নিগ্ধ নদী কাহার/ কোথায় এমন ধুম্র পাহাড়/ কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশ তলে মেশে?’ কবি দ্বিজেন্দ্রলালের এই জিজ্ঞাসা মিথ্যা অহংকার নয়। বাংলাদেশে এত অসাধারণ সব জায়গা রয়েছে যেগুলো সশরীরে ঘুরে ঘুরে নিজের চোখে না দেখলে বিশ্বাসই হয় না, এই দেশ আসলেই সকল দেশের সেরা।
যারা আকাশপথে উড়াল দিয়ে অন্য দেশ ঘুরে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করি, তাদের অনেকেই জানি না দেশের ভেতরেই রয়েছে চোখ জুড়ানো সব জায়গা। খুব সামান্য পয়সা খরচ করলেই আমরা পেতে পারি বিদেশ ঘোরার চেয়েও বেশি আনন্দ। এখন আপনাদের দেখাবো এমন ২০টি অসাধারণ জায়গা।
১. সাজেক ভ্যালি, রাঙামাটি

২. কাপ্তাই লেক, রাঙামাটি

৩. শুকনাছড়া ফলস, রাঙামাটি

৪. রাইখং লেক, পুকুয়ারপাড়া, রাঙামাটি

৫. নীলগিরি রিসোর্ট, বান্দরবান

৬. সাঙ্গু নদী, বান্দরবান

৭. কিউক্রাডং এর চূড়া থেকে

৮. বান্দরবানের বগা লেকের কাছ থেকে মিষ্টি পাহাড়

৯. বান্দরবানের বগা লেক

১০. বান্দরবানের চিম্বুক পাহাড়

১১. জাদিপাই পাড়া, বান্দরবান

১২. জাদিপাই ফল, বান্দরবান

১৩। নাফাখুম ফল, বান্দরবান

১৪. থানছি, বান্দরবান

১৫. আমিয়াখুম ফল, বান্দরবান

১৬. রিজুক ফল, বান্দরবান

১৭. তাজিংডন, বান্দরবান

১৮. রাতারগুল জলাভূমির বন, সিলেট

১৯. জাফলং, সিলেট

২০. বিছনাকান্দি, সিলেট

বিঃ দ্রঃ এই ছবিগুলোর কোনটিই আমাদের নিজেদের তোলা নয়। প্রতিটি ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত। যারা অক্লান্ত পরিশ্রম করে এসব ছবি আমাদের সামনে তুলে এনেছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।





