
পুলিশ জানায়, অভিযুক্ত নবীন ওই দুই অভিনেত্রীকে ৬০ হাজার রুপি ভাড়ায় বিভিন্ন স্থানে পাঠাতেন।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, বন্ধুদের সহায়তায় পাঁচ বছর ধরে যৌ’ন ব্যবসা পরিচালনা করে আসছিলেন নবীন। তার দুই বন্ধু অজয় শর্মা ও বিজয়কেও খুঁজছে পুলিশ। পুলিশ কর্মকর্তা সন্দেশ রেওয়ালে বলেন, একজন ছদ্মবেশী ব্যক্তি নবীন কুমারের সঙ্গে যোগাযোগ করে। এ সময় নবীন দুই নারীকে ৬০ হাজার রুপির বিনিময়ে তার কাছে পাঠাতে রাজি হন। সেইসঙ্গে ওই ব্যক্তিকে হোটেলে রুম ভাড়া নিতে বলেন।
পরবর্তী সময়ে দুই নারীসহ নবীন নির্দিষ্ট স্থানে পৌঁছালে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। জবানবন্দি গ্রহণের পর ওই দুই নারীকেও আটক করা হয়। অনুসন্ধানে জানা যায়, ওই দুই নারীর বাড়ি দিল্লিতে এবং গত বছর থেকে তারা যৌ’ন ব্যবসার সঙ্গে জড়িত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


