Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home দৈনন্দিন জীবনে মহাকাশ অভিযানের ৫ প্রযুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি

দৈনন্দিন জীবনে মহাকাশ অভিযানের ৫ প্রযুক্তি

Yousuf ParvezOctober 23, 20243 Mins Read
Advertisement

রাতের আকাশে মিটমিটে আলোর বিন্দুগুলো আসলে কী? কেনই-বা রাতে চাঁদের আলো, আর দিনে সূর্যের আলোয় ভরে যায় পৃথিবী? কী আছে আকাশের ওপারে? এসব কৌতুহল মানুষের মাঝে আজন্মকাল ধরে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জ্ঞানের বিকাশ ঘটেছে। সভ্যতা যত উন্নত হয়েছে, এই কৌতুহল হয়েছে তত শক্তিশালী। একটা সময় মানুষ সাহস করেছে আকাশ ছোঁয়ার। আকাশ পাড়ি দেওয়ার।

মহাকাশ প্রযুক্তি

  • ক্যামেরা ফোন
  • সিটি স্ক্যান প্রযুক্তি
  • এলইডি
  • ফয়েল ব্ল্যাংকেট

মহাকর্ষ বলের কারণে চাইলে আমরা ভূপৃষ্ঠ থেকে ওপরে উঠতে পারি না। এজন্য প্রয়োজন শক্তি। পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে পৌঁছানোর কাজটি আরও কঠিন। শুধু শক্তি হলেই হয় না, প্রয়োজন গণিত ও বিজ্ঞান। এই জ্ঞান কাজে লাগিয়ে গত শতক থেকেই মানুষ মহাশূন্যে নিজের উপস্থিতি জানান দিয়েছে।

মহাকাশ অভিযান মানেই ভীষণ ব্যয়বহুল। কোটি কোটি টাকা খরচা। একটি রকেট পৃথিবীর কক্ষপথে পাঠাতে গেলেই, হয়েছে! আসলে রকেটের খরচ বেশি নয়। মূল খরচটা হয় কীভাবে রকেট বানাতে হবে, কীভাবে মহাশূন্য পৌঁছানো যাবে, সেসব নিয়ে গবেষণায়। প্রশ্ন আসতে পারে, এই যে মহাশূন্য নিয়ে এত এত খরচ করা হচ্ছে, এগুলো কি মাটিতে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনে কোনো কাজে লাগে?

হ্যাঁ, কাজে লাগে। কীভাবে কাজে লাগে, তা জানতেই আজকের এ লেখা। আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগে, এমন ১০টি প্রযুক্তির কথা জানব আজ। এর সবকটি এসেছে মহাকাশ অভিযানের কল্যাণে। এসব অভিযানের মাধ্যমে আমাদের হাতে ভৌত সম্পদ হয়তো আসে না, তবে জ্ঞান ঠিকই অর্জিত হয়। নানা সমস্যা সমাধান করতে গিয়ে কখনো প্রকৃতির নানা রহস্য ভেদ করেন বিজ্ঞানীরা, কখনো খুঁজে ফেরেন জীবনকে আরেকটু সহজ করার উপায়। সেসব উপায় ও প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ ও আনন্দময় করেছে। চলুন, জেনে আসা যাক সেই ৫ প্রযুক্তির কথা।

ক্যামেরা ফোন

১৯৯০ সালে জেট প্রোপালশন ল্যাবরেটরির (জেপিএল) একদল গবেষক প্রথমবারের মতো ছোট আকারের ক্যামেরা তৈরি করেন। উদ্দেশ্য, নভোযানে ঠিকভাবে বসিয়ে বৈজ্ঞানিক গবেষণার উপযোগী ছবি তোলা। বর্তমানে আমরা যে স্মার্টফোনে জোড়ায় জোড়ায় ক্যামেরা পাই, সেটা এ ক্যামেরার উত্তরসূরী। বাজারে থাকা এখনকার তিনভাগের একভাগ ক্যামেরায় জেপিএল-এর উদ্ভাবিত প্রযুক্তিটি ব্যবহার করা হয়।

সিটি স্ক্যান প্রযুক্তি

মহাকাশের নানা অভিযানে খুব উচ্চমানের ডিজিটাল ছবি প্রয়োজন। এখানেও জেপিএল দারুণ কাজ করেছে। ল্যাবরেটরিটির গবেষকেরা নতুন এক প্রযুক্তি তৈরিতে নেতৃত্ব দেন। পরে সেই প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা হয় সিটি স্ক্যানার ও রেডিওগ্রাফি। দুটোরই মূল কাজ, দেহের অভ্যন্তরীণ কোনো অঙ্গে সমস্যা রয়েছে কি না, উচ্চমানের ডিজিটাল ছবি তুলে তা দেখা।

এলইডি

লাল এলইডি মহাশূন্যে গাছের বেড়ে ওঠার জন্য ব্যবহার করা হতো। পৃথিবীতে ব্যবহার করা হতো অসুস্থ মানুষকে সারিয়ে তোলার কাজে। নাসার ব্যবহৃত এই এলইডি প্রযুক্তি পরে ওয়ারপ ১০ (WARP10)-এর মতো মেডিকেল যন্ত্রাংশ উন্নত করতে ব্যবহার করা হয়। তা ছাড়া এলইডি প্রযুক্তি এখন সাধারণ বাতি বানাতেও ব্যবহৃত হয়। আমরা ব্যবহারও করি প্রতিদিন, প্রতিমুহূর্তে।

অ্যাথলেটিক শু/খেলোয়াড়দের জুতো

নাসার প্রযুক্তি না থাকলে হয়তো নাইকি এয়ার ট্রেইনার জুতোটি কখনো তৈরিই হতো না। স্পেসস্যুট তৈরির প্রযুক্তি ব্যবহার করা হয় এ জুতোয়। নাসার সাবেক এক প্রকৌশলী প্রথম এ ধরনের আইডিয়া নিয়ে আসেন।

ফয়েল ব্ল্যাংকেট

এখনকার দিনে পৃথিবীতে চরম তাপমাত্রা মোকাবেলায় ফয়েল ব্ল্যাংকেট ব্যবহৃত হয়। ফয়েল ব্ল্যাংকেট মূলত একটি ধাতব পাত। হালকা অপরিবাহী পদার্থ থেকে এটি উদ্ভাবন করে নাসা। উদ্দেশ্য ছিল নভোযান ও নভোচারীকে মহাশূন্যের হিমশীতল পরিবেশ থেকে বাঁচানো।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৫ অভিযানের জীবনে দৈনন্দিন প্রযুক্তি বিজ্ঞান মহাকাশ মহাকাশ প্রযুক্তি
Related Posts
mobile-net

ফোনে নেটওয়ার্ক কম পায়? সহজ সমাধান জেনে নিন

December 17, 2025
সেরা ক্যামেরা ফোন

২০২৫ সালের কিছু সেরা ক্যামেরা ফোন: কোনটি আপনার জন্য পারফেক্ট?

December 17, 2025
প্যাটার্ন লক

স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন

December 17, 2025
Latest News
mobile-net

ফোনে নেটওয়ার্ক কম পায়? সহজ সমাধান জেনে নিন

সেরা ক্যামেরা ফোন

২০২৫ সালের কিছু সেরা ক্যামেরা ফোন: কোনটি আপনার জন্য পারফেক্ট?

প্যাটার্ন লক

স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন

Smartphones

সেরা ১০টি দ্রুতগতির স্মার্টফোন, সর্বশেষ আপডেট

ChatGPT

শুধু বিদ্যুৎ নয়, পানিও খরচ করে চ্যাটজিপিটি!

স্মার্টফোন-স্লো

স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করার দুর্দান্ত উপায়

অ্যান্ড্রয়েড স্মার্টফোন

বিশ্বের জনপ্রিয় ৫টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন

স্মার্টফোনে নেটওয়ার্ক

স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা সমাধান করার উপায়

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

৪টি ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

ডার্ক ওয়েব রিপোর্ট

আর থাকছে না গুগলের ডার্ক ওয়েব রিপোর্ট

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.