দোকানীর কাছ থেকে বাছাই করে বড় মাছটাই নিয়ে গেলো কাক! (ভিডিও ভাইরাল)

জুমবাংলা ডেস্ক : ছোট নয়, বড় মাছটিই চাই কাকের। তাই তার সামনে যতবারই ছোট ধরা হচ্ছে সে নিচ্ছে না। আবারও উড়েও যাচ্ছে না। মাছের ডালার সামনে নাছোড়বান্দার মতো দাঁড়িয়ে আছে। এ যেন বিজ্ঞ ক্রেতার মতো রীতিমতো দরকষাকষি! যদিও নিরহ প্রাণীটির কাছে কোনো টাকা ছিল না।

টাকা না থাকলেও বড় মাছটিই কাকের চাই। সে জন্য বিক্রেতা বারবার ছোট মাছ দেয়াতে ঠোঁট দিয়ে ইশারা করছে বড় মাছ দেয়ার জন্য। এর কিছুক্ষণ পর উড়ে গেছে কাক। তবে সঙ্গে নিয়ে গেছে নিজের পছন্দের মাছটি। বলার অপেক্ষা রাখে না সেটি আকারে বড়ই ছিল! এমনই মজার একটি ভিডিও ভাইরাল হয়েছে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে।