জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে পূর্বশত্রুতার জের ধরে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়েছে প্রতিপক্ষের একদল দুর্বৃত্ত। মারাত্মক অহত অবস্থায় প্রথমে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে।
এ ঘটনার পর থেকে ওই যৌনপল্লী এলাকায় অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাসটার্মিনাল সংলগ্ন শাহাদত মেম্বরপাড়া গ্রামের মৃত সোহরাব চৌকিদারের ছেলে আইয়ুব আলী খান। তিনি স্থানীয় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও দৌলতদিয়া যৌনপল্লীর একজন প্রভাবশালী বাড়িওয়ালা।
যৌনপল্লীর ভেতরে তার বিশাল একটি বাড়ি রয়েছে। সেখানে তার অন্তত ১৫ জন ভাড়াটিয়া যৌনকর্মী রয়েছেন। এলাকায় জনপ্রতিনিধিত্ব করার অন্তরালে দীর্ঘদিন যাবৎ যৌনপল্লীতে নারী কারবারসহ ইউপি মেম্বার আইয়ুব আলী খান বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার দিন বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর নিজ বাড়িতে বসে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আইয়ুব আলী।
এ সময় প্রতিপক্ষের একদল দুর্বৃত্ত হঠাৎ সেখানে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আইয়ুব আলীকে এলাপাতাড়িভাবে কোপায়। তা দেখে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে মারাত্মক আহত আইয়ুব আলীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক আহত আইয়ুবকে সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাাতালে স্থানান্তর করেন।
এদিকে দৌলতদিয়া যৌনপল্লী সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছেন, কোন কারণে এবং কারা বাড়িওয়ালা আইয়ুব মেম্বারকে কুপিয়েছে তা কেউ বলতে পারছে না।
তবে ঘটনার পর থেকে যৌনপল্লী এলাকায় অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন আইয়ুব মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।