জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে জেলেদের জালে বড় একটি ইলিশ, একটি পাঙাস ও একটি রুই মাছ ধরা পড়েছে। বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক তিন জেলের জালে মাছগুলো ধরা পড়ে।
বুধবার সকাল থেকেই বড় আকৃতির মাছগুলো দেখতে আড়ৎ এলাকায় ভিড় করে উৎসুক জনতা। মাছগুলোর মধ্যে ইলিশের ওজন দুই কেজি ৩০০ গ্রাম, পাঙাস ২৩ কেজি ও রুই সাড়ে ১০ কেজি। সকালে মাছগুলো দৌলতদিয়া ঘাটের আনোয়ার খাঁনের আড়ত থেকে নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা কিনে নেন।
চান্দু মোল্লা ইলিশটি ১৫০০ টাকা কেজি দরে কিনে ১৭৫০ টাকা কেজি দরে মোট চার হাজার টাকা ও রুই ১৯০০ টাকা কেজি দরে কিনে দুই হাজার টাকা কেজিতে মোট ২০ হাজার টাকায় ঢাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। এছাড়াও তিনি পাঙ্গাসটি ১৪০০ টাকা কেজি দরে ৩২ হাজার ২০০ টাকায় কিনে ৩৫ হাজার টাকায় ঢাকার এক পার্টির কাছে বিক্রি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।