জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনছার বেপারীর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনছার বেপারীর পাড়া গ্রামের মো. রমজান মোল্লার মা বরু বেগম (৯০) ও বরু বেগমের নাতনি তাসমিয়া (৭)।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রবিবার রাতে বরু বেগম ও তার নাতনি তাসমিয়া ঘরে ঘুমিয়ে ছিল। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুন লাগলে তা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। পাশের ঘরে থাকা গ্যাস সিলিল্ডার বিস্ফোরিত হয়। এতে ঘুমন্ত অবস্থায় বরু বেগম ও তার নাতনি তাসমিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের দু’জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি দু’টি বসত ঘর ও ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।