জুমবাংলা ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে দুই দল কিশোরের দ্বন্দ্বের সময় পাঁচজনকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি, কিরিজ উদ্ধার করা হয়।
সোমবার রাতে চাঁদ উদ্যানের ৬ নম্বর সড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কিশোররা হলো- হাসান মোহাম্মদ, শাকিল হোসেন, মোহাম্মদ হাসান, রিয়াজ ও সুমন।
মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন র্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী। তিনি জানান, আধিপত্য বিস্তার নিয়ে মোহাম্মদপুরের লাউতলা বস্তি ও বোর্ডগার্ড বরকত মিয়ার বস্তির কিশোর গ্যাং সদস্যদের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষ হচ্ছিল। প্রায়ই ওই এলাকায় মারমারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গতরাতে চাঁদ উদ্যানে দুই গ্রুপের ৩০/৩৫ জন রামদা, চাপাতি ও অস্ত্রশস্ত্র নিয়ে একত্রিত হয়। এসময় র্যাবের একটি টহলদল মারামারি সময় তাদের ঘেরাও করে এবং দেশীয় অস্ত্র পাঁচজনকে আটক করা হয়। অনেকে আবার দৌড়ে পালিয়ে যায়। উদ্ধার করা হয়, ধারালো রামদা, চাপাতি ও ছোরা। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



