‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন ভালো হবে’

জুমবাংলা ডেস্ক : সব রাজনৈতিক দলকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন ভালো হবে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, উপজেলা নির্বাচবের আচরণবিধিতে কিছু কিছু অসংগতি ও অস্পষ্টতা আছে। সংশোধনের জন্য পর্যালোচনা করছে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, যাদের জনসমর্থন আছে, তারাই উপজেলা ভোটে অংশ নিবে।

ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ-সুইডেন একত্রে কাজ করবে : পলক