বিনোদন ডেস্ক : ফের মা হতে চলেছেন সালমানের বোন অর্পিতা খান শর্মা। এখবরটা শোনা যাচ্ছিল বেশকিছুদিন ধরে তবে এবিষয়ে মুখ খোলেননি অর্পিতা-আয়ুস শর্মা কিংবা সালমানের পরিবারের কোনও সদস্যই। তবে এবার দ্বিতীয়বার সন্তানের বাবা হতে চলা নিয়ে মুখ খুললেন সালমানের ভগ্নীপতি আয়ুস।
আইফার রেড কার্পেটে পৌঁছে আয়ুস বলেন, ”নতুন অতিথির আগমন সত্যিই আনন্দের। আমি আর অর্পিতা দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছি। আবার নতুন করে সবকিছুর শুরু। আমরা আর সেই ছোট্ট বাচ্চাটির জন্য যে অপেক্ষা করতে পারছি না।”
কিছুদিন আগেই অর্পিতার তাঁর নিজের উদ্যোগে বাড়িতে গণেশ পূজার আয়োজন করেন। অর্পিতার আয়োজিত এই পূজায় উপস্থিত ছিলেন সালমানের আরও এক বোন অলভিরা অগ্নিহোত্রী, সালমানের মা সলমা খান সহ খান পরিবারের সমস্ত সদস্যরা। ২০১৪র ১৮নভেম্বর আয়ুস শর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অর্পিতা খান শর্মা। ২০১৬র ৩০ মার্চ অর্পিতা ও আয়ুসের পরিবারে আসে তাঁদের প্রথম সন্তান আহিল। সেসময় ছোট্ট ভাগ্নেকে দেখে উচ্ছ্বসিত ছিলেন সালমান নিজেও। এবার আরও একবার সালমানের পরিবারে আসতে চলেছে খুশির খবর। গত আগস্টে দ্বিতীয়বার অর্পিতার মা হওয়ার খবর এসেছিল, তবে সেসময় এবিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন অর্পিতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।