স্পোর্টস ডেস্ক: ফ্রেঞ্চ ওপেনে প্রথম রাউন্ডের ম্যাচে বেলারুশ টেনিস তারকা এগর জারাসিমোভকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন আসরের ১২বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।
৩৪ বছরের নাদাল প্রথম রাউন্ডে জয় ছিনিয়ে নিয়েছেন ৬-৪, ৬-৪ ও ৬-২ গেমে। দ্বিতীয় রাউন্ডের টিকিট নিজের করে নিতে ১৯ মেজর ট্রফির মালিক সময় নিয়েছেন ২ ঘণ্টা ৫ মিনিট। তার লক্ষ্য এবার সুইস মহাতারকা রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করা।
অপরদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন চতুর্থ বাছাই দানিল মেদভেদেভ। রাশিয়ান এ তারকা হার মেনেছেন মার্টন ফুকসোভিচের কাছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।