বিনোদন ডেস্ক : বয়স আশির দরজা পার করে গেলেও এখনও তাঁর লেখনীতে একইরকম জোর। তিনি এভার গ্রিন ‘গুলজার সাহাব’। তাই তো ৮৫ বছরেও লিখতে পারেন ‘দিলবারো’ কিংবা ‘হ্যালো হ্যালো’র মতো গানের কথা। এবার সোনালি বোসের আগামী ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর জন্য গান লিখলেন গুলজার। স্বভাবতই আরও একটা উপহার গুলজার-ভক্তদের জন্য। খবর ছড়াতেই উৎফুল্ল ভক্তরা।
গানের টাইটেল ‘দিল হি তো হ্যায়’। গুলজারের লেখা, প্রীতমের সুর আর গেয়েছেন অরিজিৎ সিং, অন্তরা মিত্র ও নিখিল ডি’সুজা। ইতোমধ্যেই দারুণ হিট ভীষণ মিষ্টি, মেলোডিয়াস এই গান। প্রীতম বলেন, ”গুলজার সাহাবের সঙ্গে এ ছবিতে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই ভাগ্যের। দিল হি তো হ্যায় খুব স্পেশাল একটা গান।”
টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর। ১১ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া, ফরহান আখতার, জাইরা ওয়াসিম।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।